চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং রোটারী ক্লাবের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়-এই প্রতিপাদ্য নিয়ে রোটারী ক্লাব অব চিটাগং এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ সড়ক চাই- চট্টগ্রাম মহানগর, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং ও রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং গ্রিন সিটির সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ উপলক্ষে ওয়াসার মোড়ে কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব চিটাগাং এর সভাপতি ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম পিপিএম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বিপিএম, পিপিএম।

তিনি বলেন,পুলিশের ভয়ে নয় বরঞ্চ দিন শেষে নিরাপদে পরিবারের সাথে মিলিত হওয়ার জন্যই আমাদের নিয়ম মেনে হেলমেট পরিধান করে মোটরবাইক চালানো ও রাস্তায় চলাচল করা উচিৎ। সেই সাথে সকল যানবাহন কে নিয়ম মেনে চলতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই মহানগর সভাপতি এস.এম.আবু তৈয়ব। রোটারিয়ান মোহাম্মদ সাজ্জাদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার মোস্তাক আহমেদ, এসিস্ট্যান্ট কমিশিনার ওয়াহেদ, ট্যুরিস্ট পুলিশের এস পি আপেল মাহমুদ, এএসপি রায়হান কাজেমী, রোটারিয়ান ডা. ওমর ফারুক ইউসুফ, রোটারিয়ান অধ্যাপক ডা. আকবর হুসাইন ভুঁইয়া, শফিকুল ইসলাম রিফাত, শাহাদাৎ হোসেন মুন্না, এনাম হাসান প্রমুখ। এর মধ্যে যারা হেলমেট পরিধান করেনি তাদের মাঝে সচেতনতার লক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট