চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুর্নীতির জন্য সারাদেশ আজ মানবতা সংকটে

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে.এম. গোলাম মহিউদ্দিন বলেছেন, দুর্নীতির জন্য সারাদেশে আজ মানবতা সংকটে। দুর্নীতি গ্রাস করেছে গোটা দেশকে। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন প্রজন্ম গড়ে তোলা উচিত যারা দেশ ও জাতির জন্য ভূমিকা রাখতে পারে। আইআইইউসি সেই লক্ষ্যেই গুণমান ও নৈতিকতার সমন্বয়ে আন্তর্জতিক মানের শিক্ষা প্রদান করে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসির স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত শরৎকালীন সেমিস্টার-২০১৯-এর নবাগত ছাত্রীদের ৪৯তম ব্যচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ভাইস চ্যান্সেলর এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসি‘র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, শরী‘য়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাফিউদ্দীন মাদানী, কলা ও মানবিক অনুষদের ডীন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, আইআইইউসি‘র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অব.), ফিমেল জোন প্রধান ও ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সালমা হক, সহকারী প্রক্টর মো. নিজামউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাড এর অতিরিক্ত পরিচালক কবি ও বাচিক শিল্পী চৌধুরী গোলাম মাওলা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এমদাদ হোসেন। ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশে এখন সৎ লোকের বেশি প্রয়োজন, প্রধানমন্ত্রী অসৎ লোক বাদ দিচ্ছেন, সৎ লোক খুঁজছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি সৎ লোকের প্রয়োজন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট