চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভোলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি সিএমপি পুলিশ কমিশনারের সাথে ইসলামিক ফ্রন্ট নেতাদের বৈঠক

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহানগর নেতৃবৃন্দের সাথে গত সোমবার মহানবীর (দ.) শানে কটুক্তিকারীর বিচার দাবিতে ভোলায় ইসলাম প্রিয় জনতার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে পুলিশের গুলিতে ৪ জন হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে তাঁর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চট্টগ্রামের পুলিশ কমিশনার নৃশংস এ ঘটনাকে সম্পূর্ণ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন। ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, ভোলায় সংঘটিত এ নির্মম বর্বরতা তাবৎ দেশের নবী প্রেমিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোন মুসলমানই নবীর শানে কটুক্তি কখনও বরদাশত করতে পারে না। শেষে শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা আহুত আজকের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহানগর সভাপতি এইচ.এম.মুজিবুল হক শুক্কুর, সহ সভাপতি আব্দুর রহমান মান্না, সাধারণ সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী, উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নেজামী, নগর ইসলামিক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক এম. ওয়াহেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক এ.এম.মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা হাফেজ নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, আব্দুল মালেক আশরাফী, মনির উদ্দীন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট