চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযানের সমর্থনে পথসভা নগরীতে

২২ অক্টোবর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে জামালখান চেরাগী পাহাড় মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের সমর্থনে বলেন, দুর্নীতি ও সন্ত্রাসকে স্থায়ী ভাবে রুখতে হলে প্রয়োজন আইনের শাসন বা সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সংবিধান ও আইনের সংস্কার করে প্রশাসনের সকল স্তরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম, গণঅধিকার চর্চা কেন্দ্র-চট্টগ্রাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন-চট্টগ্রাম মহানগর, মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র, ব্রিগেড- ৭১, মুক্তিযোদ্ধা সাংষ্কৃতিক কমান্ড- চট্টগ্রাম জেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সুযশময় চৌধুরী । বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, আজম সাদেক, , দেওয়ান মাকসুদ আহমদ, যুদ্ধাহত মো.আবুল হোসেন,পিনাকি দাশ, মশিউর রহমান খান, জসিমউদ্দিন মোবারক এম.এ হাসেম রাজু, রুবা আহসান, হাবিবল্লাহ চৌধুরী ভাস্কর, কাজী ইমরান রাজেশ, জয়নুদ্দিন জয়, বেলাল হোসেন, রমজান রুবেল, সাদিয়া আক্তার জোনাকী, রিপন তালুকদার, শাহিনুর আলম প্রমুখ। সভা শেষে একটি মিছিল শহর ঘুরে জামালখান প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট