চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন পুলিন দে’র স্মরণসভা

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সুপ্রভাত স্টুডিও হলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে’র স্মরণ সভায় গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে সাংগঠনিক সচিব সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় আলোচক ছিলেন চেয়ারম্যান ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দক্ষিণ জেলা আ. লীগের সা. সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজয়’৭১-এর সভাপতি সজল চৌধুরী, মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, রফিকুল আলম, কো-চেয়ারম্যান শাহেদা আক্তার জাহান, আলী আহমদ শাহীন, লায়ন ডা. আর.কে রুবেল, এডভোকেট আশুতোষ দত্ত নান্টু, অমর কান্তি দত্ত, লায়ন এস.বি জীবন প্রমুখ। সভায় ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, অর্থ, বিত্ত বৈভব উত্তরাধিকার কোনটিই তাঁর ছিল না। এরপরও তিনি ছিলেন স্বমহিমায় ভাস্বর। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সকলের তাঁর এই উদ্যোগকে সহযাত্রী হিসেবে সার্বক্ষণিকভাবে অতন্দ্র প্রহরীর মতো থাকার অঙ্গীকারবদ্ধ হতে হবে। তবেই সার্থক হবে আজ এ গুণী রাজনীতিবিদের স্মরণানুষ্ঠান। আরও বক্তব্য রাখেন কুতুব উদ্দিন, আনিছ আহমদ খোকন, নাছির হোসেন জীবন, ডা. মনির আজাদ, ডা. এস.কে পাল সুজন, ডা. অপূর্ব ধর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট