চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা তৃতীয় সিজন’

রংপুরে তৃতীয় অডিশন ও সিলেকশন রাউন্ড সম্পন্ন

২০ অক্টোবর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ তৃতীয় সিজন’। বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০১৯। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো‘ম্যাজিক বাউলিয়ানা’-এর তৃতীয় আসরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। তৃতীয় অডিশনও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হলো ১৮ অক্টোবর রংপুরের কামাল কাছনার ট্রেইনিং সেন্টারে।

দিনভর অসংখ্য প্রতিযোগীর গানশুনে বিচারকার্য করেছেন বিচারক হিসেবে ঢাকা থেকে অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়ান মুক্তি, স্বপ্নারায়, খগেন্দ্রনাথ সরকার। আর রংপুর থেকে বিচারক ছিলেন রঞ্জিত কুমার এবং হারুন-উর-রশিদ। তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচার করা ম্যাজিক কার্ড প্রদান করেন তিনজন শিল্পীকে। তারা হলেন শিরাজাম মুনিরা পাখি,বড় বাড়ী, লালমনিরহাট। আমেনা খাতুন,পাটগ্রাম, জোংড়া, লালমনিরহাট। সুজন চক্রবর্তী, কাজীটারী, লালমনিরহাট। তাদের মধ্যে থেকে মূল রাউন্ডে বিজয়ী তিন প্রতিযোগী দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সাথে গাইবেন সানফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর মঞ্চে। এভাবে সারাদেশের মোট ২৪ জন প্রতিযোগী অংশ নিবেন মূল রাউন্ডে। ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিকবাউলিয়ানা-এর আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়া কম লিমিটেড।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট