চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশের স্বার্থ রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: কর্নেল অলি

২০ অক্টোবর, ২০১৯ | ১:০১ পূর্বাহ্ণ

এলডিপির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। ভারতের যা কিছু দরকার, সবকিছু দিয়ে বার বার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে বর্তমান সরকার।

এলডিপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রতি তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, বিশেষ করে নদীর পানি বণ্টন। এ সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে, কিন্তু কোনও নদীর পানি আনতে পারেনি। অন্যদিকে ভারতের যা দরকার, সবকিছু দিয়ে দিয়েছেন। ছাত্রদের হাতে সরকার অস্ত্র তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করার জন্য। এদের হাতে অবৈধ টাকাও তুলে দেয়া হয়েছে। চাঁদাবাজি ও গু-ামি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। অবুঝ ছেলে-মেয়েরা রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক শ্রেণির শিক্ষকও তাদের সঠিকপথে রাখার পরিবর্তে বিপথগামী করার ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত; ছাত্র, অভিভাবক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি, হত্যাকা-, দুর্নীতি, চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট