চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভুয়া দলিলে ভোটার হওয়ার সময় ২ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৯ | ৮:০০ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় ভ্রাম্যমাণ আদালত খতিয়ান জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী আজ শনিবার (১৯ অক্টোবর) বিকালে তাদের এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পরিষদের আনোয়ার হোছাইন (১৮) ও মোহাম্মদ জসিম উদ্দিন (২৫)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ভোটার তালিকা হালনাগাদের জন্য জাল খতিয়ান কপি নিয়ে মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন ছবি তুলতে আসেন। এ সময় তাদের সংগৃহীত জমির খতিয়ানের কপি জাল বলে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ওই দুই ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

 

 

পূর্বকোণ/রাশেদ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট