চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল রাউজানের উদ্যোগ

দিনব্যাপী ব্লাড গ্রুপিং ডায়াবেটিকস্ পরীক্ষা, চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

১৮ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

অক্টোবর সেবা মাস উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল রাউজানের উদ্যোগে হালিশহর ফ্রেন্ডস্ ইউনিক সোসাইটি (হাফুস) মাঠে দিনব্যাপী ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস্ পরীক্ষা, চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য (এম.জে.এফ), কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আ.ন.ম ওয়াহিদ দুলাল, রিজিয়ন চেয়ারপারসন লায়ন এড. নুরুল ইসলাম, জোন চেয়ানপারসন লায়ন ফরিদ আহমদ, ক্লাব সেক্রেটারি লায়ন নিজামুদ্দিন ভুঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য (এম.জে.এফ) বলেন, লায়নিজমের মূল মন্ত্র হচ্ছে সেবা। সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এ লায়নদের এগিয়ে আসতে হবে। অতিথিরা সবাই এই লক্ষ্যে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল রাউজানের প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী চিকিৎসা ক্যাম্প হতে সেবা গ্রহণ করা ১০ জন রোগীকে বিনামূল্য অপারেশন করার অঙ্গীকার করেন। দিনব্যাপী ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস্ পরীক্ষা, চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে ৩শ ছাত্র- ছাত্রীকে ব্লাড গ্রুপিং করা হয় এবং মৌসুমী ফল বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ৪শ জন রোগী ডায়বেটিকস্ পরীক্ষাসহ চক্ষু চিকিৎসা গ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট