চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অর্থ পাচারের অভিযোগে শিপ ইয়ার্ড মালিক – ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৩০ অপরাহ্ণ

মিশম্যাক শিপ ব্রেকিং ইয়ার্ড এর মালিক মিজানুর রহমান শাহীন ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্য্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংকের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে মিজানুর রহমান শাহীন ও নন্দ দুলাল ভট্টাচার্য্য ব্যাংকের একশত চুয়াল্লিশ কোটি ১৩ লক্ষ ২ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট