চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প ২৬ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা হ টেকনাফ

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

টেকনাফে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আয়বর্ধক কাজের জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। টেকনাফ উপজেলা মিলনায়তনে বিকালে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান কাজল ১৭৬ জন নারী-পুরুষের মাঝে ২৬ লক্ষ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের টেকনাফ উপজেলা সমন্বয়কারী মো. সানাউল্লাহ জানান, এবারে আগ্রহী ঋণ গ্রহীতা ১৭৬ জনের মাঝে জনপ্রতি সর্বনিম্ম ১০ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মৎস্য চাষ, গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা, পানের বরজ ও কৃষি ইত্যাদি খাতে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পরিচালিত এ প্রকল্পটির নাম ছিল ‘একটি বাড়ি একটি খামার। সম্প্রতি তা পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট