চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এক বছরে বিএসসি’র আয় বেড়েছে সাড়ে চারগুণ

বোর্ড সভায় তথ্যপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০১৯ | ৩:২১ পূর্বাহ্ণ

রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র গত অর্থবছরে (২০১৮-১৯) নিট আয় করেছে ৫৫ কোটি ২৩ লাখ টাকা। যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৪ গুণ বেশি। বিএসসি’র বহরে নতুন ৬টি জাহাজ যুক্ত হওয়ায় এই আয় বেড়েছে। গত ২০১৭-১৮ অর্থ বছরে বিএসসি’র নিট লাভ ছিল ১২ কোটি ৫২ লক্ষ টাকা। অর্থাৎ জাহাজের সংখ্যা বাড়ায় গত এক বছরে আয় বেড়েছে ৪২ কোটি ৭১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার নগরীর বন্দর এলাকার বিএসসি’র প্রধান কার্যালয়ে সংস্থার ৩০২তম বোর্ড সভায় এসব তথ্য জানানো হয়। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি’র বোর্ড অব ডাইরেক্টস এর সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী সভাপতিত্বে আয়োজিত বিএসসি’র বোর্ড সভায় ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুমোদন, বহিরাগত যুগ্ম নিরীক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানিক প্রতিবেদন অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের রেকর্ড ডেট ও বার্ষিক সাধারণ সভা (এজিএম)’র তারিখ নির্ধারণ, নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ও

কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদান প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। সভায় প্রাথমিকভাবে আগামী ৬ নভেম্বর বিএসসি’র শেয়ার হোল্ডারদের রেকর্ড ডেট ও ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও, সভায় বিএসসি’র এমডি ও বোর্ড সদস্য কমোডর সুমন মাহমুদ সাব্বির, সদস্য বেগম রাশেদা আক্তার, সদস্য এ এইচ এম আহসান, সদস্য কাজী মো. শফিউল আলম, সদস্য মোহাম্মদ ইউসুফ, সদস্য আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট