চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

শোষণের জাল ছিন্ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে : মাহতাব

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন শ্রমিক শ্রেণি জাতীয় উৎপাদন, উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাদের ভাগ্যোন্নয়ন না ঘটলে জাতির ভাগ্য বিপর্যয় ঘটবে। তাই তাদের ন্যায্য মজুরি প্রদান ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন অব্যাহত রাখতে হবে। শ্রমিক শ্রেণিকে শোষণ ও নিপীড়ণের জাল ছিন্ন না হওয়া পর্যন্ত মুক্তির সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পুরাতন রেল স্টেশন চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোাসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু,আলহাজ শফর আলী, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর। বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসেন আবু, মো. লোকমান হোসেন, আবদুর রহিম তাজুল ইসলাম, মো. ইউনুস, মো. হোসেন প্রমুখ। সভাশেষে জাতীয় শ্রমিক লীগের জন্মদিনের কেক কাটা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট