চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামালখান ঝাউতলা সেবক কলোনির সেবকদের অস্থায়ী শেড নির্মাণ কাজ শুরু

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

জামালখান ওয়ার্ডস্থ নগরীর ঝাউতলা সেবক কলোনির সেবকদের জন্য অস্থায়ী শেড নির্মাণ কাজ শুরু হয়েছে। এই স্থানে ১৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মিত হবে। ঝূঁকিপূর্ণ পুরাতন ভবনের বাসিন্দারা উল্লেখিত অস্থায়ী শেডে স্থানান্তর হবে। গতকাল মঙ্গলবার বিকেলে ফিতা কেটে নির্মাণকাজ উদ্বোধন করেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, প্রকৌশলী গোলাম আফজল মহিউদ্দিন, প্রকৌশলী এজাজুল হায়দার, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নিজাম ব্রাদার্স এর মালিক মো. সেকান্দর । এছাড়া উপস্থিত ছিলেন সেবক কলোনি সভাপতি বাদল চন্দ্র দাশ, প্রধান সর্দার রাম গোলাম সর্দার, কৃষ্ণ দাশ প্রমুখ। পরিচ্ছন্ন সেবকদের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ১৪ তলা বিশিষ্ট ৭টি ভবন নির্মিত হবে। এর মধ্যে পাথরঘাটা সেবক কলোনিতে ৩টি, জামাল খান ঝাউতলা সেবক কলোনিতে ২টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে ১টি ও সাগরিকায় ১টি। এগুলো নির্মাণে চসিকের ব্যয় হবে প্রায় ২৩২ কোটি টাকা। প্রতিটি ভবন হবে ১৪ তলা বিশিষ্ট। এই ভবনগুলোতে মোট ১ হাজার ৩০৯ টি ফ্ল্যাট হবে। ৬০৫ বর্গফুট বিশিষ্ট এই ফ্ল্যাটগুলোতে থাকবে কমন স্পেসসহ ২টি বেডরুম, ১টি ড্রয়িং কাম ডাইনিং,ধর্মীয় উপসনালয়, টয়লেট, ওয়াস রুম এবং ২ লিফট, জেনারেটর কমনস্পেস। জামালখান ঝাউতলায় নির্মিতব্য এ দ্বিতল ভবনে ৪০ সেবক পরিবার বসবাস করতে পারবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট