চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিএসবিএইচ- কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে তরুণ ছাত্রসমাজকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিকরূপে গড়ে তুলতে হবে। নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ অব সায়েন্স বিজিনেস এন্ড হিউমেনিটিজ এর এইচএসসি প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী । চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, বর্তমানে চারিদিকে নৈতিক অবক্ষয়ের একটি আবহ চলছে। তাই তরুণ প্রজন্মকে এর ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে সুষ্ঠু মানসিকতায় গড়ে তুলতে হবে। আর এই দায়িত্ব নিতে হবে শিক্ষক, অভিভাবকসহ সকলকেই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেহরাব মাসুক। কলেজ অধ্যক্ষ প্রফেসর অজিত কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করেন কলেজের নবীন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে কলেজের অধ্যাপকবৃন্দ,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট