চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘হাত ধোয়ার অনুষ্ঠান করলেই হবে না জীবনাচরণে এর প্রয়োগ ঘটাতে হবে’

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস’র আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। দৈনিক পূর্বকোণের সাংবাদিক এস এম শোয়েব খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত এই অনুষ্ঠানে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং দৈনিক পূর্বদেশের সাংবাদিক আবু তালেব বেলালের এতে সভাপতিত্ব করেন। এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক ও ভোরের আলো’র প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন কোডেকের কর্মসূচি সমন্বয়কারী (আরবান প্রকল্প) জুলি বড়য়া। কোডেকের কমিউনিটি মোবিলাইজার (ওয়াশ বাকলিয়া) লিও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, নির্বাচিত শিক্ষার্থী, কোডেকের সেন্টার ম্যানেজার টুম্পা চৌধুরী, কমিউনিটি মোবিলাইজার (ওয়াশ) মো. নুর উদ্দিন ও সুরভি দাশ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভোরের আলো’র প্রোগ্রাম অফিসার (কালচারাল ইউনিট) এস এম রিফাত, ভোরের আলো বাকলিয়া’র টীম লিডার মো. নুর উদ্দিন, কো-টীম লিডার সালমা আক্তার, সদস্য রাহাত ইসলাম, মো. এসবি সাকিব, রিমা তালুকদার, জয় তালুকদারসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, ‘আজ আমরা দেখলাম কিভাবে ভালোভাবে হাত পরিষ্কার করতে হয়। শুধু হাত ধোয়ার অনুষ্ঠান করলেই হবে না। প্রাত্যহিক জীবনাচরণে তার প্রয়োগ ঘটাতে হবে।
এরআগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট