চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামপুরা খালে উচ্ছেদ অভিযান

বহুতল ভবনসহ ২৫০ স্থাপনার অবৈধ অংশ ভেঙে দিল সিডিএ

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০১৯ | ৩:৩২ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ ছোটপুল এলাকার রামপুরা খালে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০টি বহুতল ভবনসহ প্রায় আড়াইশ স্থাপনার অবৈধ অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল সোমবার সকালে ছোটপুল এলাকা থেকে ঈদগাঁ রুপসা বেকারী পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৪ কিলোমিটার জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলোর একাংশ ভেঙে দিয়ে বাকি অবৈধ অংশ ভাঙার জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিডিএ।

জানতে চাইলে সিডিএ’র সহকারী প্রকৌশলী হামিদুল হক জানান, নিয়মিত অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গতকাল আগ্রাবাদ ছোটপুল এলাকায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩০টি বহুতল ভবনসহ প্রায় আড়াইশ স্থাপনার অবৈধ অংশ ভেঙে দিয়ে প্রায় চার কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলোর একাংশ ভেঙে দিয়ে বাকি অবৈধ অংশ ভাঙার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট