চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পোর্ট সিটি ইউনিভার্সিটির ভর্তি ফরম বিতরণ শুরু

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

গতকাল ১৪ অক্টোবর থেকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর স্প্রিং-২০২০ সেশনে স্নাতক (ব্যাচেলর) এবং স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ১১ টি বিভাগের অধীনে ২১ টি প্রোগ্রামের ভর্তি ফর্ম বিতরণ শুরু হয়েছে। সকল প্রোগ্রামের ফর্ম জমাদানের শেষ তারিখ ১১ ডিসেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায়। স্নাতক পর্যায়ে জিপিএ ৭.০ এর ভিত্তিতে এবং স্নাতকোত্তর পর্যায়ে রেগুলার এমবিএ ব্যতীত সকল বিষয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল বিষয়ের ভর্তি ফর্মের মূল্য ৫০০ টাকা। স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে পৃথকভাবে জিপিএ ২.৫০ থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির আবেদনের জন্য মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট