চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘ত্বরিকত চর্চার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন’

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

মাইজভা-ার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভা-ারী (ম.) বলেছেন, তরিকতপন্থীরা শরীয়ত পালনের মাধ্যমে তরিকতের চর্চা করেন। তরিকত চর্চার উদ্দেশ্য আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন। গত ১২ অক্টোবর মাইজভা-ার দরবার শরীফে অনুষ্ঠিত আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ এমদাদীয়া)’র বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। পতাকা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী (ম.)। পরে সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী (ম.)’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি সৈয়দ ইরফানুল হক মাইজভা-ারী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট