চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মোস্তফা-হাকিম কলেজে অনার্সের ওরিয়েন্টেশন ক্লাসে এম মনজুর আলম

পরীক্ষায় সেরা নয় হতে হবে শ্রেষ্ঠ

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের উদ্যোগে গতকাল সকাল ১০টায় কলেজ চত্বরে অনার্স (সম্মান) বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও অনার্স চতুর্থ বর্ষে চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি এম মনজুর আলম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, ‘স্কুল কলেজ জীবন যারা পার করেছে তাদের শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার সুযোগ কম বলে আমি মনে করি। কারণ শিক্ষা জীবনের কঠিন পথগুলো হচ্ছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এই পথ অতিক্রম হয়ে গেলে শিক্ষা জীবন থেকে কোন শিক্ষার্থী আর পিছে পড়ে থাকেনা।

পরীক্ষায় সেরা নয় হতে হবে শ্রেষ্ঠ। মাথায় রাখতে হবে নিজের সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অবদান রাখতে হবে নিজের, পরিবারের, সমাজের ও রাষ্ট্রের জন্য। অনুষ্ঠানে পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান করা হয়। কলেজের সহকারী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক মো. আবু ছগির, লায়লা নাজনীন রব, অসীম চক্রবর্তী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট