চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানববন্ধনে মহানগর সনাক-টিআইবি নেতৃবৃন্দ

আবরার ফাহাদের খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৪৩ পূর্বাহ্ণ

প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের ক্ষেত্রে কোন প্রকার ভয় বা করুণার উর্দ্ধে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চট্টগ্রাম মহানগর। একই সাথে ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার আহ্বান জানায় সংস্থাটি। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় সনাক-টিআইবি, চট্টগ্রাম মহানগর। সনাক – টিআইবি, মহানগর সভাপতি এডভোকেট আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য সঞ্জয় বিশ^াস, রওশন আরা চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শ্যমলী মজুমদার এবং টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ। মানববন্ধনে টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য ও সনাক চট্টগ্রাম মহানগরের সদস্য প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার বলেন, যারা আবরারকে নৃশংসভাবে হত্যা করেছে শুধু তারাই এর জন্য দায়ী নয়, এর সাথে পরোক্ষভাবে দলীয় দুর্বৃত্তায়িত রাজনীতি ও বিশ^বিদ্যালয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দায়ী। এড. আখতার কবির চৌধুরী বলেন, দ্রুত বিচার আদালতে আবরার হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করে সরকার দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে তারা আইনের শাসনে বিশ^াস করে, তারা বিচারহীনতাকে প্রশ্রয় দেয় না।

আবরার হত্যার ন্যায়বিচার না হলে আইনের শাসনের উপর দেশবাসীর কোন আস্থা থাকবে না। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সনাক-টিআইবি’র সদস্য এম ফরহাদ উল্লাহ, স্বজন সমন্বয়ক কায়েস চৌধুরী, ইয়েস দলনেতা মো. ইশরাত উদ্দিন উপ-দলনেতা তন্বী বড়–য়া, মনির উল্লাহ কুতুবী ও টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো. জসিম উদ্দিন, এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) মো. নাজমুল হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট