চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বিএনপির সমাবেশ দেশবিরোধী চুক্তি বাতিল দাবি খাগড়াছড়িতে

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি

১৫ অক্টোবর, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান ভারতের সাথে স্বাক্ষরিত দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেছেন. বুয়েটের মেধাবী ছাত্র আবরারের রক্ত বৃথা যাবে না। বরং সরকার পতনের বীজ বপন হয়েছে। আবরারকে হত্যা করে দেশের জনগণের কণ্ঠকে হত্যা করা হয়েছে। ছাত্র সমাজ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ অক্টোবর রবিবার দুপুরে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, ভারতের সাথে সম্পাদিত চুক্তির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খণিরঞ্জন ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট