চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘুমধুমে ভোটকেন্দ্র দখলের চেষ্টা : বিজিবির গুলিতে নিহত ২

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০১৯ | ৯:১৯ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কেন্দ্র দখলের ঘটনায় বিজিবির গুলিতে দু’জন নিহত ও একজন আহত হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাত্রাঝিরি এলাকার মৃত চৈমেরাউন চাকমার ছেলে মংকিচা (৫০) এবং একই এলাকার ক্লালাউ চাকমার ছেলে অংচামং চাকমা(৪৫)। এসময় উইলে চাকমা (১৬) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়, সেও ফাত্রাঝিরি এলাকার বাসিন্দা। নিহতেদের মধ্যে মংকিচা ঘটনাস্থলে এবং অংচামং উখিয়া হাসপাতালে নিয়ে পথে মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার এমদাদুল্লাহ ও মো. উসমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে আসছিল। এর মধ্যে বাইরে উশৃঙ্খল পরিস্থিতি শুরু হলে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত করার জন্য বিজিবি চেষ্টা করলে তারা বিজিবি উপর হামলার চেষ্টা করলে বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

 

পূর্বকোণ/ইকবাল-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট