চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সাংবাদিক এ জেড এম হায়দারের মায়ের ইন্তেকাল

১৪ অক্টোবর, ২০১৯ | ৩:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আবু জাফর মোহাম্মদ হায়দার এবং বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল এবং অরিন্দম নাট্য সম্প্রদায়ের সিনিয়র সদস্য নাট্যজন মুনির হেলালের মাতা উম্মে সাবেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। গতকাল রবিবার সকালে নগরীতে নিজ সন্তানের বাসায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নগরীর কদম মোবারক জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ আছর রাউজানের সদর দারোগা বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক এ জেড এম হায়দারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক সিটি মেয়র ও সিজেকেএস এর আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন, প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস , সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক সাজিব বিকাশ বড়–য়া টুটুল, চিটাগাং জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশীষ বড়–য়া দেবু, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরণ,রাউজান সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহউদ্দিন আকবর, আরএমআই স্কুলের ভাইস চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম, আবদুল হাই চৌধুরী, বেদারুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী টিপু, জালালউদ্দিন চৌধুরী , ব্যাংকার আবদুর রহমান, ব্যাংকার জাফর, ছৈয়দ মো. ইউসুফ, আরএমআই পরিচালক এনামুল হক শরীফ। বিবৃতিদাতারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট