চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ বিজনেস ইনোভেশন এওয়ার্ড ১৯টি সেরা উদ্ভাবন পুরস্কৃত

১৪ অক্টোবর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশকে উদ্ভাবনের উচ্চশিখরে নিয়ে যেতে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ (বিআইসি) আয়োজন করলো ‘বাংলাদেশ বিজনেস ইনোভেশন এওয়ার্ড ২০১৯’ যেখানে দেশের সেরা ১৯টি উদ্ভাবনী কাজকে পুরস্কৃত করা হয়। গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক আয়োজনের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়া হয়। মাস্টারকার্ডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই এওয়ার্ডের আয়োজনে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বাংলাদেশ বিজনেস ইনোভেশন এওয়ার্ডের মূল লক্ষ্য ছিল এ দেশের উদ্ভাবনী ক্ষেত্রে স্টার্টআপ প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সাফল্য এবং সৃজনশীলতার উদ্দীপক হিসেবে কাজ করা। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল উদ্ভাবনকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে উদ্ভাবনী শক্তিকে উদ্দীপ্ত করে বাংলাদেশের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে উদ্যোগটি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এ বছর নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজিত বাংলাদেশ বিজনেস ইনোভেশন এওয়ার্ড ২০১৯ – এ ১১টি মূল বিভাগে মোট ২৫০টি মনোনয়ন জমা পড়েছিলো। বিজয়ী এবং বিশেষ উল্লেখ্য- এই দুই ক্ষেত্রে যথাক্রমে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম। এবারের ইনোভেশন এওয়ার্ড-এর প্রধান ক্যাটাগরিগুলো ছিলো ক্ষেত্রভিত্তিক যেখানে বিবেচিত হয়েছে আর্থিক খাত, পোশাক খাত, স্বাস্থ্যসেবা, এসডিজি অন্তর্ভুক্তকরণ, প্রক্রিয়া, পণ্য উন্নয়ন, স্টার্টআপ, সামাজিক ও প্রযুক্তি খাত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট