চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত দ. জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

১৪ অক্টোবর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত সৈয়দ মছিহুদ্দোলা বলেছেন, সমস্যাবহুল বহুধা ফেতনায় আক্রান্ত ইসলামে আস্থাহীন নেতৃত্ব, স্বার্থান্ধ মনোভাবে বিপর্যস্ত আদর্শ থেকে উত্তরণে ইসলামের সঠিক দর্শন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বিশ্ব শান্তির একমাত্র পথ।

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে পটিয়া উপজেলার আনন্দনগর কমিউনিটি সেন্টারে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী। মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী ও মাওলানা হাফেজ আহমদ আল কাদেরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, মুফতি হারুনুর রশিদ ও কাজী সোলাইমান চৌধুরী। আলোচনায় অংশ নেন অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মাওলানা এম.এ. মাবুদ ও মাওলানা ইয়াছিন আনসারী। বক্তব্য রাখেন বিভিন্ন দরবারের প্রতিনিধির মধ্যে যোহাদীয়া দরবারের পীরে তরিকত মাওলানা মুহিব্বুল্লাহ হাশেমী, বড়লিয়া ছালামিয়া দরবারের পীরে তরিকত মাওলানা ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, আমির ভা-ার দরবার শরীফের পীরে তরিকত মাওলানা এস.এম শামুনুর রশিদ আমিরী, দক্ষিণ শুকছড়ি দরবারের শাহাজাদা মাওলানা এহসানুল হক চিশতী, জাহাগীরিয়া সুফিয়া দরবারের পীরে তরিকত মাওলানা খাজা মোবারক আলী, চরণদ্বীপ রেজভীয়া দরবারের শাহজাদা মাওলানা আতাউল মোস্তফা, সাতগাছিয়া দরবারের শাহাজাদা এস.এম হুজ্জাতুল মুব্বাল্লিগ সুলতানপুরী, আব্দুল কাদের চাঁদ মিয়া, মাওলানা মতি মিয়া মনসুর, এস.এম আশেকুর রহমান ও বোরহান উদ্দিন আনসারী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামীকে সভাপতি, মুফতি কাজী আবদুল ওয়াজেদকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আহমদ আলকাদেরীকে নির্বাহী সভাপতি, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরীকে সাধারণ সম্পাদক, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরীকে নির্বাহী সম্পাদক, মুফতি কাজী শাকের আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা নেছার উদ্দিন মুনিরীকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট