চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চকরিয়া আ. লীগের বর্ধিত সভায় বক্তারা

দেশকে উন্নয়নশীলের কাতারে নিতে আ.লীগ ঐক্যবদ্ধ

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া

১১ অক্টোবর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলা আ.লীগের বর্ধিত সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে আ.লীগ ঐক্যবদ্ধ।

উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ৯ অক্টোবর আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি জাফর আলম এমপি। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার আ. লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র। চকরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাহাবুব আলম মুকুল, এডভোকেট রনজিত দাশ, খালেদ মাহামুদ মিথুন, লায়ন কমর উদ্দিন আহমদ, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান ও ইউনুছ বাঙ্গালী।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে তৃণমূলের মুজিব সেনাদেরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেশের উন্নয়ন হলে প্রতিটি নাগরিকেই উন্নয়ন হবে। সভায় তৃণমূলের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন শওকত ওসমান চেয়ারম্যান, রুস্তম শাহরিয়ার ও বাদল কান্তি শর্মা, সুলতান আহমদ, শফিকুর রহমান, জামাল হোসেন, ফিরোজ আহমদ চৌধুরী, রেজাউল করিম সেলিম, জামাল চৌধুরী, মিরানুল ইসলাম চেয়ারম্যান, মাস্টার বেলাল উদ্দিন, নুরুল আবছার। সভায় বৃহত্তর বরইতলী ইউনিয়নের পহরচাঁদাকে সাংগঠনিক ইউনিয়ন ঘোষণা দিয়ে কমিটি করার প্রস্তাব দেয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট