চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সি. সহ-সভাপতি হচ্ছেন সালাহউদ্দিন কাসেম

মাহবুবুল আলম আবারও চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক

৮ মে, ২০১৯ | ২:৫০ পূর্বাহ্ণ

ঐতিহ্যের ধারক বাহক শতবর্ষী চিটাগাং চেম্বারে আগামী মেয়াদে (২০১৯-২০২০ এবং ২০২০-২০২১) সভাপতি পদে বহাল থাকছেন বর্তমান সভাপতি মাহবুবুল আলম। আর সিনিয়র সহ-সভাপতি হচ্ছেন এ কে খান শিল্পগোষ্ঠির চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান। সৈয়দ জামাল আহমেদও পুনরায় সহ-সভাপতি হচ্ছেন।-খবর নির্ভরযোগ্য সূত্রের। গত রবিবার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ পরিচালকের মধ্যে এসোসিয়েট ক্লাসের ৬, টাউন এসোসিয়েশনের ৩ এবং ট্রেড গ্রুপের ৩ পরিচালক পদে প্রার্থী সংখ্যা সমান হওয়ায় অর্থাৎ অতিরিক্ত প্রার্থী না থাকায় এই ১২ জন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এদের সবাই সাংসদ এম আবদুল লতিফ সমর্থিত মাহবুব-কাসেম খান প্যানেলের। অর্ডিনারি গ্রুপে ১২ পরিচালক পদের বিপরীতে ১৪ জন প্রার্থী রয়েছেন। এই গ্রুপে মোট ভোটার ৩৪০৭ জন। অতিরিক্ত দু’জন প্রার্থিতা প্রত্যাহার না করলে ভোট হবে এবং তাতে সাংসদ লতিফ সমর্থিতরাই জয়ী হবেন বলে সংশ্লিষ্টদের অভিমত। অর্ডিনারি গ্রুপে নির্বাচন হলে ১৫ জুন অনুষ্ঠিত হবে প্রেসিডিয়াম নির্বাচন। পরিচালকদের ভোটে এদের নির্বাচিত হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটা হয় সমঝোতার ভিত্তিতে। প্রেসিডিয়াম নির্বাচনে ভোটাভুটিতে কেউ যেতে চান না। একবার এরকম ভোটে গিয়ে ফলাফল মেনে নেয়া হয়নি।
শাসক দলীয় সাংসদ ও চেম্বারের সাবেক সভাপতি এম আবদুল লতিফ চিটাগাং চেম্বারের একচেটিয়া নিয়ন্ত্রক গত এক যুগ ধরে। তাঁর সমর্থিতরাই চেম্বারের ক্ষমতায় কয়েক মেয়াদ ধরে। সাংসদ লতিফ ঘনিষ্টরা জানান, এবারে প্যানেল করার আগে দফায় দফায় বৈঠক করে সমঝোতা হয়েছে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি পদে কাকে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে। সবার সম্মতিতে করা হয়েছে মাহবুব-কাসেম খান প্যানেল। সমঝোতা অনুসারে সভাপতি পদে বর্তমান সভাপতি মাহবুবুল আলম বহাল থাকছেন। আর সিনিয়র সহ-সভাপতি হবেন সালাহউদ্দিন কাসেম খান। মাহবুবুল আলম টানা ৫ম বারের মত পরিচালক এবং চতুর্থবারের মত সভাপতি হয়ে রেকর্ড করছেন। মাহবুবুল আলম আরও বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত। শিল্পপতি সালাহউদ্দিন কাসেম খান নব্বইয়ের দশকেও পরিচালক ছিলেন চেম্বারের। আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিত্ব এবং সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে তাঁর। চেম্বারের আগামী মেয়াদে সহ-সভাপতি পদে সৈয়দ জামাল আহমেদ বহাল থাকছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। চেম্বারের নির্বাচন আগামী ১৩ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আগামী ১৯ মে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট