চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মুনিরীয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবি

গণস্বাক্ষর কর্মসূচিতে একাত্মতা আলেম এমদাদুল হক মুনিরীর

নিজস্ব সংবাদদাতা , রাউজান ....................................

৮ মে, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবি ও ওই কমিটি সমর্থিতদের হাতে আ. লীগ নেতা মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের উপর হামলার ঘটনার বিচার দাবিতে গণ স্বাক্ষর নেয়া শুরু করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহ। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ গণ স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আন্দোলনের নেতৃত্বদানকারী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আ. লীগ নেতা আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, জসিম উদ্দিন, শোয়াইব খান, আহসান হাবিব চৌধুরী, বাবর উদ্দিন, তপন দে, আবু ছালেক, মো. আসিফ, ছাবের হোসেন, হাসান তানভীর চৌধুরী, সাহেদ হোসেন, সাব্বির হোসেন মিরাজ, নাছির উদ্দিন।
এ প্রসঙ্গে আন্দোলনের নেতৃত্বদানকারী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, মুনিরীয়াকে নিষিদ্ধের দাবিতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ১৪ ইউনিয়নে আলেমেদ্বীন, প্রবীণ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিকসহ সকল পেশাশ্রেণীর মানুষের কাছ থেকে গণ স্বাক্ষর নেয়া হচ্ছে। এ কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
এদিকে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ওলামা পরিষদের সদস্য এমদাদুল হক মুনিরী গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাউজান মুন্সিরঘাটাস্থ উপজেলা আ. লীগের কার্যালয়ে এসে সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে আন্দোলনে সংহতি প্রকাশের পাশাপাশি একাত্মতা ঘোষণা করেন। তিনি স্বহস্তে লিখিত একাত্মতা ঘোষণাপত্রে বলেন, সন্ত্রাসী কর্মকা-কে আমি ঘৃণা জানাই। দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে ইতিমধ্যে মুনিরীয়া তবলীগ কমিটির কদলপুর ইউনিয়নের কর্মকর্তা মাওলানা খালেদ আনছারী, কাগতিয়া মাদরাসার প্রাক্তণ শিক্ষক মাওলানা আশেকুর রহমানসহ ওই তরিকতপন্থী বেশকিছু আলেমেদ্বীন মুনিরীয়ার বিরুদ্ধে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট