চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফজলে করিম চৌধুরী এমপি

উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন

৫ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

উত্তর জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করুন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সব ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে ধর্মানুষ্ঠান পালন করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার নিশ্চয়তা বিধান করেছেন। তিনি বলেন- ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন জাতীয় উৎসবের রূপ লাভ করেছে। তিনি গতকাল শুক্রবার সকালে মোমিন রোডস্থ হিন্দু ফাউ-েশনের মৈত্রীভবন মিলনায়তনে জেলা পূজা উদ্যাপন পরিষদের বস্ত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পূজা উদ্যাপন পরিষদের কন্দ্রীয় যুগ্ম সা. সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পালের পরিচালনায় বক্তব্য রাখেন এস এন্ড ডি মজুমদার ফাউ-েশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, হিন্দু ফাউ-েশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার, নগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, লায়ন কে পি দাশ, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, এডভোকেট চন্দন বিশ^াস, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত প্রমুখ। উপস্থিত ছিলেন এডভোকেট পরিমল বসাক, অজিত আইচ, আশুতোষ সরকার, সুনীল ঘোষ, এডভোকেট তরুণ কিশোর, বিশ^জিৎ পালিত, উত্তম শর্মা, অলক মহাজন, সুমন দে, কল্লোল সেন, দোলন মজুমদার, অশোক নাথ, ম্যালকম চক্রবর্তী, টুটুন চক্রবর্তী, চন্দন মজুমদার, রিমন মুহুরী, সুভাষ দাশ প্রমুখ। অনুষ্ঠানে চার শতাধিক নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট