চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

প্রেসক্লাব চত্বরে আহলে সুন্নাত সমন্বয় কমিটির মানববন্ধন

৮ মে, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, মানুষ হত্যা করে ইসলাম প্রচার করা যায় না। যারা মানুষের উপর আঘাত করে তারা মানবতার শত্রু। কাগতিয়ার সন্ত্রাসীরা যেভাবে উগ্রবাদ ছড়াচ্ছে তাতে স্বাধীনতা বিরোধী জামাত বা আন্তর্জাতিক কানেকশন থাকতে পারে। তিনি এ বিষয়ে খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি দাবি জানান। গত ৬ মে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ অসংখ্য উলামায়ে কেরাম এবং বিভিন্ন মেধাবী ছাত্রদের উপর সম্প্রতি মুনিরীয়া সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। সৈয়দ মুহাম্মদ আবু আজম এবং মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাছির উদ্দিন মাহমুদ। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম তালুকদার, নুরুল ইসলাম জিহাদী, মুহাম্মদ আবুল হোসাইন, ইয়াছিন হোসাইন হায়দরী, শফিউল হক আশরাফি, অধ্যাপক মনিরুল ইসলাম, আশেকুর রহমান, মুহাম্মদ এরশাদ খতিবী, জয়নুল আবেদীন, শফিউল আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট