চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় স্কুলের চেয়ে মাদ্রাসার পাসের হার বেশি

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

৮ মে, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুলের চেয়ে মাদ্রাসার পাসের হার এগিয়ে। তবে এসএসসি পরীক্ষায় কোন প্রতিষ্ঠান শতভাগ পাস করতে পারেনি। মাদ্রাসায় বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় শতভাগ পাস করেছে।
আনোয়ারা উপজেলায় এসএসসিতে ২৬টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী ছিল। তম্মধ্যে পাস করেছে ৩ হাজার ৩২৮ জন। পাসের হার ৭৮.৩২। এ প্লাস ১৭৪ জন। কাফকো স্কুল এন্ড কলেজের পাসের হার হচ্ছে ৭৮.০৪। পীরখাইন আশরাফ উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৬.৭২। খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৫.৫৫। সিইউএফএল স্কুল এন্ড কলেজের পাসের হার ৯৫.০৬। মাদরাসায় দাখিল পরীক্ষার্থী ছিল ৭শ জন। তম্মধ্যে পাস করেছে ৬০৬ জন। পাসের হার ৭৬.৫৭। এসএসসি ভোকাশনাল পরীক্ষার্থী ৯৪ জন। পাস করেছে ৮৬ জন। পাসের হার ৫১.৪৮। উল্লেখ্য, কাফকো স্কুল এন্ড কলেজ ও সিইউএফএল প্রতি বছরই শতভাগ পাস করলেও এবার তা অর্জন করতে পারেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট