চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

৭ অক্টোবর থেকে চট্টগ্রাম-ওমান রুটে সালামএয়ার

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩০ অপরাহ্ণ

ঢাকার পর এবার চট্টগ্রাম-ওমান রুটে চলবে স্বল্প আয়ের বিমান সালামএয়ার। আগামী ৭ অক্টোবর থেকে সপ্তাহে ৪ দিন মাস্কাট-চট্টগ্রাম-মাস্কাট রুটে বিমানটি চলাচল করবে বলে জানা গেছে। জানা যায়, সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বিমানটি রাত ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সময় লাগবে ৪ ঘন্টা ১৫ মিনিট। এরপর রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে মাস্কাট পৌঁছাবে। সময় লাগবে ৪ ঘন্টা ১৫ মিনিট। এই রুটে এয়ারবাস ৩২০ নিও চলাচল করবে। উদ্বোধনী টিকেট মূল্য মাস্কাট থেকে চট্টগ্রাম একমুখী (ওয়ানওয়ে) ৩০ রিয়াল থেকে শুরুর নির্ধারণ করা হয়েছে। হ্যান্ড ব্যাগেজ ৭ কেজি এবং লাগেজ ২০ কেজি। ৩০ ও ৪০ কেজি লাগেজের আলাদা প্যাকেজ আছে। টিকেট কেনার সময়ই বাড়তি মাসুল দিয়ে তা নিতে হবে।

গত বছরের ২৯ আগস্ট থেকে ঢাকা রুটে অপারেশন শুরু মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে অভিষেক হয় বিমানসংস্থাটির। বর্তমানে চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং বেসরকারী রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে ৪ দিন চলাচল করছে। ২০১৭ সালের ৩০ জানুয়ারি বাণিজ্যিক পরিচালন শুরু করা সালামএয়ার বর্তমানে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশে ২০ টি গন্তব্যে চলাচল করছে।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট