চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.০৩%

৭ মে, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনের ২০১৯ সালের দাখিল পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ১২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
এবছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। এর মধ্যে ছাত্রী ২ হাজার ৭১৪ জন এবং ছাত্র ৩ হাজার ৫৭৩ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনের সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ২৯ শতাংশ আর অন্যান্য বিভাগে ৮২ দশমিক ০৯ শতাংশ।-বাংলানিউজ
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, গত বছর ছিল ১০৯টি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট