চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ

৭ মে, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধবিহার চত্বরে গত ৫ মে অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি।
উদ্বোধক ছিলেন বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যন লায়ন আদর্শ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মাহাবুবুল আলম, বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া। বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সা. সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। ডব্লিউএফবিওয়াই’র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার বড়ুয়াক সংবর্ধনা দেয়া হয়। দপ্তর সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী এবং নির্বাহী সদস্য সৈকত তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের সভাপতি সপু বড়ুয়া ও সম্পাদক নয়ন বড়ুয়া।
এছাড়াও গাথা, সুত্র, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় ৮০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট