চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণা শুরু

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

‘স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন, স্বাস্থ্যবান শিক্ষার্থী’ স্লোগানকে সামনে নিয়ে নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সচেতন ছাত্রসমাজের ব্যানারে নগরীর বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এই সচেতনতা কার্যক্রমে প্রথমে নগরীর শমসেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে ১৯ সেপ্টেম্বর বনগবেষণাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
প্রচারণায় শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, শিক্ষাঙ্গনে অস্বাস্থ্যকর খাবার বিক্রয় বন্ধ, পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধানসহ স্বাস্থ্যবান নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। প্রচারণাটির সার্বিক সহযোগিতায় রয়েছেন মুক্তিযুদ্ধ একাডেডিম ট্রাস্ট চট্টগ্রামের সদস্য সচিব ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় পরিষদের সভাপতি ড. ফয়সাল কামাল এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এনভায়রনমেন্ট ফোরামের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নোমান বিন খুরশীদ। পুরো প্রচারণা জুড়ে অংশ নিচ্ছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এইডি সেক্ট-৭১ এর পক্ষে সংগঠনের সভাপতি মো. তানভীর আহমেদ সৌরভ, সহ-সভাপতি মো. আনোয়ারুল আলম সাকিব, সা. সম্পাদক হোসাইন রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নেসা রিচি, হার্টস অব হেভেন ক্লাবের সভাপতি মুনতাসির আলম, সদস্য রাহি বিন আজাদ, প্রচার সম্পাদক কামরুল ঘশ, সদস্য শাহীন সানি, ইউনাইটেড হেল্প ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফা আবিদ, সিনিয়র সহ-সভাপতি মো. সুজন, সিনিয়র যুগ্ম সা. সম্পাদক তামজিদ সিমান, সা. সম্পাদক আল আমিন নূর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট