চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আইএমও নির্দেশনা অনুযায়ী ফুয়েল অয়েল সরবরাহে ব্যর্থ হলে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হবে : ডিজি শিপিং

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ২০২০ সালের জানুয়ারির পূর্বে বাংলাদেশের বন্দরে আসা বিদেশি জাহাজ, বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোতে ফুয়েল ওয়েল (০.৫ সালফারের ফার্নেস ওয়েল)সরবরাহ নিশ্চিত করার জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন(আইএমও) তাগাদা দিয়েছে।চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হলে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বন্দরের মান ও উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। বিদেশি জাহাজগুলো এদেশে ফুয়েল ওয়েল সংকটের অজুহাতে আসতে অনীহা প্রকাশ করবে। গত ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-(বাইমক্স ২০১৯)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক উপরোক্ত মন্তব্য করেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে স্যাভর ইন্টান্যাশনাল লিমিটেড। দেশের সম্ভাবনাময় শিল্প উদ্যোক্তাদের জন্য জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট, বন্দর সম্পর্কিত এক আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রদর্শনীর সফলতা কামনা করেন। বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রদর্শনীতে একশর বেশি স্টল তাদের পণ্য প্রদর্শন করছে। এতে স্থানীয় মেরিটাইম ও অফশোর উদ্যোক্তারা প্রযুক্তি সম্পর্কে আরও বেশি আপডেট থাকতে পারবেন। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, ফায়ার ওয়ার্কস মিডিয়া গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার কেনি ইয়ং এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুসান ট্রিসিয়া,বিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ টি এম আজিজুল আকিল ডেভিড এবং এসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুলাহেল বারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম, চেয়ারম্যান আমিরুল ইসলাম।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট