চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রমজানে পণ্যমূল্য নিয়ে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা

অনলাইন ডেস্ক

৬ মে, ২০১৯ | ১১:১৩ অপরাহ্ণ

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। কোনো ধরনের কারসাজি বা অযৌক্তিকভাবে যাতে ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়াতে না পারেন, সেজন্য এ সেল খোলা হয়েছে।  এ সেল সারাদেশের পাইকারি ও খুচরা বাজার পর্যবেক্ষণ করবে। এজন্য কয়েকটি জরুরি ফোন নম্বর দিয়েছে মন্ত্রণালয়। 

সোমবার সন্ধ্যায়  বাণিজ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে দেশের যেকোনো বাজারে অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়লে তার তথ্য জানাতে জনগণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

জনসাধারণ ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭ এবং ৯৫১৫৩৮৮, ০১৯৮৭৭৮৭২০৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে পারবেন।

সুনির্দিষ্ট অভিযোগ এলে ভ্রাম্যমাণ আদালত, স্থানীয় প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব টিমের মাধ্যমে তা দেখা হবে। এছাড়া বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে মনিটর করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে মনিটর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট