চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম নারী সম্প্রীতি কেন্দ্রের অভিজ্ঞতা বিনিময় সভা

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

মাইশা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ও ইউএসআইডি-এমএসআই এর আর্থিক সহায়তায় চট্টগ্রাম নারী সম্প্রীতি কেন্দ্র’র নারী সদস্যদের নিয়ে দিনব্যাপি অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আগ্রাবাদস্থ এক রেস্টুরেন্টে গত রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাসপাতাল কার্যালয়ের সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা, শহর সমাজ সেবা কার্যালয়-২’র সমাজ সেবা অফিসার,মো. আবুল কাশেম, মহিলা কাউন্সিলর জেসমিন খানম, মাওলানা জানে আলম, সুপারভাইজার নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, আখতার আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইউএসআইডি-এমএসআই প্রতিনিধি ইশতিয়াক আহমেদ ও গৌতম সাহা এবং মাইশার নির্বাহী পরিচালক ইয়াছিন মনজু। সভাপতিত্ব করেন মাইশার নির্বাহী সদস্য নুসরাত জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক রোমানা আক্তার। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম নারী সম্প্রীতি কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে যে সু-সর্ম্পক তৈরি হয়েছে তা অতুলনীয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইশার কর্মকতা শাহিনুর আক্তার শাহিন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট