চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উদযাপন

পূর্বকোণ ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উদযাপন উপলক্ষে নগরীতে বিভিন্ন সংগঠন র‌্যালি, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট : যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় গতকাল ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট র‌্যালি, আলোচনা সভা এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুশীলন আয়োজন করে। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজে ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হকের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের যুব প্রধান সুজিত রুদ্র এর সভাপতিত্বে উক্ত কার্যক্রম পরিচালিত হয়। এসময় বক্তারা বলেন, প্রতিটি মানুষের প্রাথমিক চিকিৎসা বিষয়ক জ্ঞানের আবশ্যকতা রয়েছে। তাই প্রতিটি যুবসদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অতীব জরুরি যা যেকোন বৃহৎ দুর্ঘটনাজনিত সমস্যা থেকে উত্তরণ লাভে সক্ষম। এসময় আরো উপস্থিত ছিলেন যুব উপ-প্রধান (২) আরশাদ হোসাইন, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মো. তারেকুর রহমান, দপ্তর বিভাগীয় প্রধান মিনহাজুল আবেদীন, বিভাগীয় উপ-প্রধান মোজাম্মেল হক নয়ন ও গোলাম ইসহাক খান, মো. সোলায়মান, কিশোয়ার নাজ সুজানা, মাহমুদা তিন্নি, মো. রাজু ইসলাম, অনিন্দিতা প্রমুখ।

গভ. সিটি কলেজ ইউনিট : যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের উদ্যোগে গতকাল শনিবার প্রাথমিক চিকিৎসা দিবস পালন উপলক্ষে নি¤œ আয়ের মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসার ভ্রান্ত ধারণা দূরীকরণের লক্ষে একটি উঠান বৈঠক করা হয়। কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের যুব প্রধান মোহাম্মদ আরিফুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ সদস্য ফারিহা চৌধুরী, জাহিদুল ইসলাম, সায়িদ সিদ্দিক মানিক, তন্ময় বিশ্বাস, রাশনা শারমিন, খাইরুন নেছা, সদস্য নাঈম, ইরফান, মাহিন, নাবিলা, কাউসার, ইসরাদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট