চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২ দিনব্যাপী শিশু উৎসব ও সম্মেলনের উদ্বোধনীতে মেয়র

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়তে কাজ করছে খেলাঘর

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর। সিটি মেয়র আরো বলেন, দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল মুক্তি আন্দোলনের পাশাপাশি অধিকার সুরক্ষা ও বাস্তবায়নে এই সংগঠনের রয়েছে অনন্য অবদান। দেশের শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে খেলাঘর সংগঠন। এরাই আগামী দিনের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব প্রদান করবেন। তাই আজকের শিশু-কিশোরদের সাবলীল পরিবেশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনগারিক হিসেবে গড়ে তুলতে শিশু কিশোর অভিভাবকদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র। তিনি গতকাল শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনিরুদ্ধ মুক্তমঞ্চে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মহানগর খেলাঘরের সভাপতি ডা. এ টি এম সিরাজুল ইসামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সভাপতি সদস্য হান্নান চৌধুরী, সম্পাদক সদস্য আব্দুল মান্নান, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শরীফ চোহান, গণজাগরণের সদস্য সচিব চন্দন দাশ। এছাড়া আরো বক্তব্য রাখেন এম নাসিরুল হক, মহানগর সা. সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, যে চেতনা নিয়ে এই খেলাঘর আন্দোলন শুরু করেছে, সেই অসম্প্রদায়িতক চেতনা ছড়িয়ে যাক। এর উদ্দেশ্য শুধু উৎসব নয়, সাংস্কৃতিক আন্দোলন। সাংস্কৃতিক আন্দোলন ছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মোকাবেলা করা যাবে না। মেয়র চট্টগ্রামকে একটি শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে খেলাঘর আসরের নেতৃবৃন্দের সার্বিক পরামর্শ কামনা করেন। দুই দিনব্যাপী শিশু উৎসব ও সম্মেলন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমি চতরের র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন। তিনি বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী খেলাঘরের শিশু কিশোর উৎসব ও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট