চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ডবলমুরিং ও কোতোয়ালীতে

৫ প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ ৫৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল রবিবার নগরীর ডবলমুরিং ও কোতোয়ালী থানায় ৪টি তদারকিমূলক অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে কম ওজনের বাটখারা, নকল কাগজের মোড়ক ও পোড়াতেল ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক প্রিয়াংকা দত্ত, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানসমূহ পরিচালনা করেন। অভিযানকালে ডবলমুরিং থানার বেপারিপাড়া কাঁচা বাজারের দোকানসমূহ পরিদর্শন করা হয়। এসময় শাহ পরানের মাছের দোকানকে কম ওজনের বাটখারা ব্যবহার করায় এক হাজার টাকা জরিমানা ও ৫টি কম ওজনের বাটখারা জব্দ করা হয়। রবিউল পোল্ট্রিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। কোতোয়ালী থানার শাহজালাল হোটেলকে পোড়াতেল সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করে এবং প্রায় ২০ লিটার পোড়াতেল ও বাসি খাবার ধ্বংস করা হয়।
জনৈক অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে জুবলি রোডের গরীবে নেওয়াজ মেশিনারি স্টোরকে ত্রুটিযুক্ত জেনারেটর বিক্রয় করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আন্দরকিল্লার রূপালী পেপার হাউসকে তার মোড়কজাত পেপার বক্সে ঘোষিত সংখ্যার চেয়ে কম কাগজ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে বসুন্ধরা কাগজকে ডবল এ পেপার বলে মোড়কজাত করায় অর্থাৎ নকল ডবল এ পেপার প্রস্তুত করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট