চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

কাপ্তাইয়ে নদীতে কায়া‌কিং শেষে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

৬ মে, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গতকাল রবিবার (৫ মে) সন্ধ্যার আগে গোসল করতে নেমে মো. আরাফাত হোসেন মিশু (২৫) নামের এক পর্যটকের মৃত্যু ঘ‌টে‌ছে। তিনি চাদঁপুরের কচুয়া উপ‌জেলার রাজাপুর এলাকার মো. খোরশেদ আলম খোকনের পুত্র। নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেন নৌবা‌হিনীর ডুবু‌রিরা। এর আগে বন্ধুসহ কর্ণফু‌লি নদী‌তে অ‌নেকক্ষণ ধ‌রে কায়া‌ক বোট চালান ‌মিশু।
স্থানীয়রা জানায়, কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক এলাকায় রবিবার বিকালে ভ্রমণে আসেন আরাফাত হোসেন মিশু ও ঢাকার শেরে বাংলানগ‌রের নানা শাহ’র পুত্র আশির শাহ মো. অর্ক । সন্ধ্যার আগ মুহুর্তে তারা দুইজনে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। এসময় নদী‌তে ত‌লি‌য়ে যায় মিশু। স্থানীয়রা প্রশাসনকে এক পর্যটক নি‌খোঁ‌জের ঘটনা জানা‌লে কাপ্তাই নৌবা‌হিনীর ডুবু‌রি দল এ‌সে উদ্ধা‌রে না‌মেন। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে রাত ৯ টায় নি‌খোঁজ মিশুর লাশ উদ্ধার ক‌রেন নৌবা‌হিনীর ডুবু‌রি দল।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা দুইজন কাপ্তাইয়ে ঘুর‌তে এ‌সে কর্ণফু‌লি নদী‌তে কায়াকিং ক‌রেন। সন্ধ্যার আগ মুহুর্তে নদীতে গোসল করতে নামেন দুইবন্ধু। তারা এক পর্যা‌য়ে মাঝ নদী‌তে চ‌লে যান। এসময় মিশু না‌মের ছেলেটি পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। সম্ভবত সে সাতাঁর জানতোনা।
কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন জানান, মিশু ও অর্ক প্রশান্তি পার্কে কায়াকিং করতে আসে। কায়াকিং শেষ করে কায়াকিং সরঞ্জাম পার্ক কর্তৃপক্ষকে জমা দেওয়ার দীর্ঘক্ষণ পর হঠাৎ তারা নদীতে নেমে পড়ে। এরপর অর্ক উঠে আসলেও মিশু পাড়ে আর উঠে আসতে পারেনি।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর বলেন, অবশেষে রাত নয়টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদিকে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন ব‌লে জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট