চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঝুঁকিপূর্ণদের সরাতে আবারো পাহাড়ে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০১৯ | ৭:৪৯ অপরাহ্ণ

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নিতে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ রবিবার (৫এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নগরীর লালখান বাজার এলাকার পোড়া কলোনি অভিযান শুরু হয়। শেষ হয় দুপুর দেড়টায়। অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ রেঞ্জের সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) শারমীন আক্তার । এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে শেষে শারমীন আক্তার সাংবাদিকদের জানান, সর্বমোট ১০০ ঘর উচ্ছেদ করা ছাড়াও ১০টি বিদ্যুতের মিটার, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছি। অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে এসময় তিনি আরো জানান, প্রতিটি সার্কেলের নেতৃত্বে পাহাড়ে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এর আওতায় আগামী ১৫মে এর মধ্যে অভিযান শেষে পাহাড়ে অবস্থানরতদের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। মূলতঃ এটিকে লক্ষ্য করেই আমাদের অভিযান চলছে। আগামী দু-একদিনের মধ্যে নগরীর এ কে খান এলাকায়ও অভিযান পরিচালনা করা হবে বলে জানান শারমীন আক্তার।

অভিযান পরিচালনাকালে ওয়াসা, স্থানীয় কাউন্সিলর, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরা অংশ নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট