চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চিকিৎসা উপকরণ গ্রহণকালে মেয়র

চমেকের গাইনি বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করা হবে

৫ মে, ২০১৯ | ২:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগকে একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগে পরিণত করা এবং সুস্থ সন্তান প্রসবে এই বিভাগের জন্য প্রয়োজনীয় চিকিৎসা

উপকরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গতকাল শনিবার সকালে সানসাইন গ্রামার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান কর্তৃক গাইনি বিভাগের জন্য যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চমেক গাইনী বিভাগ

আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গ্ইানী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সাহানারা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান সাইন গ্রামার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চমেক পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, চমেক মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার সুযম পাল ও কেডিওলজি অপকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সাজ্জাদ মুহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমি। সামাজিক সংগঠন সানশাইন চ্যারিটিজ সাড়ে ৪ লক্ষ টাকার গাইনোকলজি ও অবস্টেট্রিকস বিভাগে প্রয়োজনীয় মেশিন এবং যন্ত্রপাতি উপহার দিয়েছে চমেকে। এই সব যন্ত্রপাতির মধ্যে রয়েছে প্রসূতি কাজে ব্যবহারের জন্য সংস্থাটি চমেক গাইনি বিভাগে ডায়াথামি মেশিন, সাকার মেশিন, নরমাল ডেলিভারি যন্ত্রপাতিসেট, সিজারিয়ান ডেলিভারি যন্ত্রপাতিও লাইট।
সিটি মেয়র আরো বলেন- অস্বচ্ছল মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে আসে। এদেরকে সুচিকিৎসা দেয়া চিকিৎসকদের নৈতিক দায়িত্ব। চিকিৎসকরা যাতে আন্তরিকতা, সুন্দর আচরণের মাধ্যমে আগত রোগীদেরকে যথাযথ সেবা দেন, সেটাই জাতি চিকিৎসকদের কাছ থেকে কামনা করে।
অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, মানবতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সানশাইন চ্যারিটিজ চমেক গাইনি বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করেছে। যন্ত্রপাতিগুলো চমেকে সেবা নিতে আসা প্রসূতি মায়েদের চিকিৎসায় ব্যবহৃত হবে। পরে মেয়র গাইনি বিভাগের যন্ত্রপাতিগুলো বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহানারা চৌধুরীর কাছে হস্তান্তর করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট