চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৭০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়ায় নকল মোড়ক লাগিয়ে ভোজ্যতেল বিক্রি

নিজস্ব সংবাদদাতা , রাঙ্গুনিয়া

৫ মে, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

নি¤œমানের খোলা   ভোজ্য তেল খালি বোতলে নকল মোড়ক লাগিয়ে বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আলাদা আবাসিক এলাকায় দুটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। রমজানকে উপলক্ষ করে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের সয়াবিন ও সরিষা তেল বোতলজাত করার জন্য রাখা বিপুল সরঞ্জামসহ সিলগালা করে দেয়া হয়। এসময় কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দুপুরে রাঙ্গুনিয়ার  পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ও থানার সহকারী উপ-পরিদর্শক নুরুল আমিন। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে নকল  মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছিল এমন অভিযোগে অভিযান  চালানো হয়।  অভিযানে কারখানা মালিক মো. রাশেদকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতারণা করে এমন অবৈধ ব্যবসা করবেনা জানিয়ে মুচলেকা দেন তিনি।”

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট