চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাহতাব

জনকল্যাণে কাজ করাই রাজনীতির মূল কাজ

৫ মে, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

মহানগর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যুগে যুগে বঙ্গবন্ধুর সৈনিকরা কাজ করে যাচ্ছে। অসহায় অস্বচ্ছল মানুষেরা যাতে আসছে রমজানে সুষ্ঠু ও সুন্দরভাবে সিয়াম সাধনার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে পারে সে জন্য সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুনের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগকে আমি ও মহানগর আওয়ামী লীগ সাধুবাদ ও অভিনন্দন জানাই। তিনি গতকাল শনিবার সকাল ১১টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নাসিরাবাদস্থ হাজী মান্নান-মমতাজ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা মামুনুর রশিদ মামুন বলেন, আমার পিতা-মাতার নামে এ ফাউন্ডেশনের উদ্যোগে অতীতেও আমি বিভিন্নভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তাই আজও আমি চাই এ ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আপনাদের হাতে যে ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দিলাম তা দিয়ে আপনারা রোজা রেখে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিববারবর্গসহ দেশের সকল মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন।
সংগঠনের পৃষ্ঠপোষক ও সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা এড. সুনীল সরকার, মুক্তিযোদ্ধা বদিউল আলম, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আহমেদুর রহমান সিদ্দিকী, মো. হোসেন, আবু তাহের, ফয়েজ আহমেদ, মশিউর রহমান রোকন, নাসির হায়দার বাবুল, আবুল হোসেন আবু, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, নজরুল ইসলাম, আকবর আলী আকাশ, রাশেদ সরওয়ার, হাবিবুর রহমান তারেক, নুরুল আজিম রনি, আকতার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট