চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সাধারণ সভা

৫ মে, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির পূর্ব নির্ধারিত সাধারণ সভা গতকাল চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ ইকবাল বাহার চৌধুরী। প্রধান বক্তা কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির ঘূর্ণিঝড় ফণীর কারণে উপস্থিত হতে না পারায় টেলিকনফারেন্সে উনার বক্তব্য প্রদান করেন। বিভিন্ন এজেন্ডাসহ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরজাহান বেগম, রাশেদুল আযম মনজু, দেলোয়ার হোসেন, এ কে এম মনিরুজ্জামান, রাহেলা বি চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন, মো. আবু ইউনুচ, আলমগীর হোসেন, কামাল উদ্দীন, এস এম আবছার উদ্দীন, ইঞ্জিনিয়ার হোসেন মুরাদ, রিদোয়ানুল আলম, জাফর আলম, খায়ের উদ্দীন সোহেল, আমজাদ হোসেন, হেলাল উদ্দীন, হাবীবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, বদিউল আলম, সালাউদ্দীন, মাহাবুবু রহমান দূর্জয়, এডভোকেট মামুন ভূইঁয়া, ফজলু সরকার, মিরাজ হোসেন, মনির হোসেন, আনিছুর রহমান, সাখাওয়াত হোসেন, শহিদুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ ইকবাল বাহার চৌধুরী বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা আজ সারা বিশ্বে সমাদৃত। যে হারে দেশে লোক সংখ্যা বাড়ছে, সে হারে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে না। তাই এই বিপুল জনগোষ্ঠিকে শতভাগ শিক্ষার আওতায় আনা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই দেশপ্রেমিক কিছু মানুষ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সরকারের কোন প্রকার সহযোগিতা ছাড়া এসব প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে শিক্ষার মান উন্নয়নে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট