চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির সভা

৫ মে, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

ক্যাপসিকাম এ্যারাবিয়ান হাউজে ক্লাবের ৩৩তম পাক্ষিক সভা এবং রোটারী ট্রেনিং এর উপর গুরুত্ব বিষয়ক সেমিনার রোটারিয়ান মো. আবসারুল হকের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন এনায়েতবাজার মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং রোটারী জেলা ৩২৮২ এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনর প্রফেসর ফাতেমা জেবুন্নেছা।
প্রফেসর ফাতেমা জেবুন্নেছা তার বক্তব্য উপস্থাপনকালে ট্রেনিং এর গুরুত্ব তুলে ধরেন। বর্তমানে দি রোটারী ফাউন্ডেশনের তহবিলের পরিমাণ পৃথিবীর প্রাইভেট ফাউন্ডেশনগুলোর মধ্যে শীর্ষে এবং ইউনাইটেড নেশনস এর ঠিক পরবর্তী অবস্থানে রয়েছে। দি রোটারী ফাউন্ডেশন রোটারিয়ানদের এবং দানশীল ব্যক্তিদের অর্থে গঠিত এবং এর মূল অর্থ কখনও খরচ করা হয় না। এর লাভের অর্থ দিয়ে বিশ্বব্যাপী পোলিও নির্মূলসহ শিক্ষা সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, মা ও শিশুদের রক্ষা, শান্তি পুনঃ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কার্যক্রম ব্যাপক রূপ লাভ করেছে। এতে বক্তব্য রাখেন ক্লাবের আইপিপি রোটারিয়ান মো. আমিন উল্লাহ মোর্শেদ, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শাহীন আলম সরকার, ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. ইসহাক, সেক্রেটারি রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলম, বর্তমান ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. বেলাল মাহমুদ, ট্রেজারার রোটারিয়ান মো. সেলিম উদ্দিন, ডাইরেক্টর রোটারিয়ান ডা. আপন কান্তি দে, ট্রেজারার ইলেক্ট রোটারিয়ান মো. আমজাদ হোসেন, রোটারিয়ান এবং বাংলা চলচ্চিত্রের অভিনেতা ডা. প্রিন্স, পরিদর্শনকারী রোটারিয়ানবৃন্দ যথাক্রমে ইউএসটিসি’র ভাইস চ্যান্সেলর রোটারিয়ান ড. মো. নুরুল আবছার, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান ডা. সুমন চৌধুরী, রোটারিয়ান আব্দুল মোতালেব জাহাঙ্গীর, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান তৌহিদুর রহমান ফয়সাল, ডেপুটি গভর্নর রোটারিয়ান মো. আসরার, এ্যাসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান রেজাউর রহমান খোকন, প্রফেসর রোটারিয়ান জাকারিয়া, রোটারিয়ান জামাল উদ্দিন, রোটারিয়ান আমিনুল হক বাবু, ক্লাব বিল্ডার রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণ, পিপি রোটারিয়ান রেজাউল করিম, রোটারিয়ান আরিফুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট