চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে শিশু নির্যাতনের অভিযোগ আদালতের গাড়িচালক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা , বান্দরবান

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

চার বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জহিরুল ইসলাম নামে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে পৌরসভার বনানী সথমিল এলাকা থেকে ঐ চালককে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার সদর থানায় মামলা হয়েছে। এজাহারে জানা গেছে, গত ২০ আগস্ট পৌরসভার ৯নং ওয়ার্ডের বনানী সথমিল এলাকার বাসিন্দা বান্দরবান বাজারের এক মুদি দোকানদারের ৪ বছরের কন্যাশিশুকে পার্শ্ববর্তী মনু সওদাগরের ভাড়াটিয়া জজ কোর্টের গাড়িচালক জহিরুল ইসলাম বাড়ির ছাদে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় শিশুটি কান্না করলে সে তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাসায় গিয়ে কান্না করে তার মাকে বিষয়টি খুলে বলে। এ ঘটনা শোনে তার মা প্রতিবেশি জহিরের স্ত্রীকে বিচার দিলে তার স্ত্রী শিশুটির মাকে উল্টো গালি দেয়। পরে নির্যাতিতা শিশুটির বাবা বাসায় এলে ঘটনাটি জানায় তার মা। রাতেই পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ি চালক জহিরুল অপরাধের কথা স্বীকার করেছে। থানায় শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট